Thursday, January 22, 2026

সেতু নয়, সেচে বিনিয়োগ হলে চালের দাম কমতঃ পদ্মা সেতু নিয়ে বাণিজ্য উপদেষ্টার মন্তব্য


ছবিঃ বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

পদ্মা সেতু নির্মাণে বিপুল অর্থ ব্যয়ের কারণে দেশের চালের বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন। তার মতে, সেতু নির্মাণে যে অর্থ ব্যয় করা হয়েছে, তা যদি কৃষি সেচ খাতে বিনিয়োগ করা হতো, তাহলে চালের দাম উল্লেখযোগ্যভাবে কম রাখা সম্ভব হতো।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত গণভোট বিষয়ক এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। শেখ বশির উদ্দীন বলেন, পদ্মা সেতুর দায়ভার বহনের ফলেই বর্তমানে চালের দাম বেড়ে গেছে। তার দাবি, সঠিক খাতে বিনিয়োগ হলে চালের দাম অন্তত ৫ টাকা কমতে পারত, কিন্তু এখন সেই দায় মেটাতে গিয়ে বাজারে দাম ২০ টাকা পর্যন্ত বেড়েছে।

তিনি বলেন, রাষ্ট্রীয় ব্যয়ে উদ্বৃত্ত না থাকলে তা ধীরে ধীরে বড় সমস্যায় রূপ নেয়। কোনো সরকারই দীর্ঘদিন ঘাটতির চাপ নিয়ে টিকে থাকতে পারে না। এ সময় তিনি নাগরিকদের উদ্দেশে বলেন, দাবি-দাওয়া তোলার আগে রাষ্ট্রের আর্থিক সক্ষমতার বিষয়টি বিবেচনায় নেওয়া জরুরি, নইলে জনগণই প্রতারিত হবে।

বাণিজ্য উপদেষ্টা আরও অভিযোগ করেন, শেখ হাসিনা সরকারের আমলে প্রয়োজন ছাড়াই একাধিক বড় প্রকল্প গ্রহণ করা হয়েছে। তার ভাষায়, অনেক স্থলবন্দর নির্মাণ করা হয়েছে যেগুলোর বাস্তব কোনো কার্যকারিতা নেই। এসব প্রকল্পে হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে, যার বড় অংশ ইতোমধ্যে খরচ হয়ে গেছে।

তিনি বলেন, পূর্ববর্তী সরকারের মূল লক্ষ্য ছিল ব্যয়ের পরিমাণ বাড়ানো, কিন্তু সেই ব্যয় থেকে আয়ের টেকসই উৎস তৈরির কোনো কার্যকর পরিকল্পনা ছিল না। বিপরীতে, বর্তমান অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হচ্ছে আয় বাড়িয়ে অর্থনীতিকে স্থিতিশীল রাখা।

গণভোট প্রসঙ্গে শেখ বশির উদ্দীন বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়লে দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হবে, যা নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পথ খুলে দেবে। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে দল জনগণের বেশি সমর্থন পাবে, তারাই রাষ্ট্রক্ষমতায় আসবে।

আগের নির্বাচনগুলোর সমালোচনা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও সংসদ সদস্যরা পদে বহাল থেকেই নির্বাচনে অংশ নিয়েছেন। ভোটার উপস্থিতি থাকুক বা না থাকুক, সেই নির্বাচনের মাধ্যমে সরকার বহাল রাখা হয়েছে। এ ধরনের নির্বাচন ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে জনগণকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন