Thursday, January 22, 2026

কিংস লিগ জয় আর নতুন উদ্যমে নেইমার, চোখ এখন ২০২৬ বিশ্বকাপে


ফাইল ছবিঃ নেইমার (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

২০২৬ ফুটবল বিশ্বকাপ সামনে রেখে অংশগ্রহণকারী দেশগুলো চূড়ান্ত দল গঠনের প্রস্তুতি শুরু করেছে। সম্ভাব্য স্কোয়াড নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের একটি প্রশ্ন বারবার উঠে আসছে নেইমার কি শেষ পর্যন্ত বিশ্বকাপ দলে জায়গা পাবেন?

এই প্রশ্নের উত্তর খুঁজছেন নেইমার নিজেও। সৌদি ক্লাব আল হিলাল ছাড়ার পর শৈশবের ক্লাব সান্তোসে ফেরেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। তবে ২০২৫ সালটা তার জন্য বেশ চ্যালেঞ্জিং কেটেছে। দীর্ঘ সময় চোটে ভোগার পাশাপাশি কাঙ্ক্ষিত ফর্মেও ছিলেন না। তবুও বিশ্বকাপ খেলার স্বপ্ন ছাড়েননি তিনি। শারীরিক বাধা থাকলেও মানসিক দৃঢ়তায় কোনো ঘাটতি দেখাননি এই তারকা।

সম্প্রতি ব্রাজিলে অনুষ্ঠিত ‘কিংস লিগ’ টুর্নামেন্টে অংশ নিয়ে শিরোপা জয়ের আনন্দে মাতে নেইমারের দল। প্রতিযোগিতা শেষে গণমাধ্যমে তিনি বলেন, নতুন বছরটি তারা ইতিবাচকভাবে শুরু করেছেন এবং সামনে জুন-জুলাই মাসকে ঘিরেই তাদের মূল লক্ষ্য। নেইমারের বিশ্বাস, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয় সম্ভব।

তবে বাস্তবতা হলো, জাতীয় দলে ফেরার পথ এখনো কঠিন। ২০২৩ সালের পর থেকে ব্রাজিলের জার্সিতে মাঠে নামা হয়নি নেইমারের। নতুন কোচ কার্লো আনচেলত্তি শুরু থেকেই স্পষ্ট বার্তা দিয়েছেন বিশ্বকাপ দলে জায়গা পেতে হলে শতভাগ ফিটনেসই একমাত্র মানদণ্ড। অতীতের নাম, সাফল্য কিংবা জনপ্রিয়তা কাউকে বিশেষ সুবিধা দেবে না।

এই প্রেক্ষাপটে সান্তোসের হয়ে প্রতিটি ম্যাচই নেইমারের জন্য একেকটি পরীক্ষার মতো। নিজেকে আবারও প্রতিযোগিতামূলক ফুটবলে প্রমাণ করাই এখন তার প্রধান লক্ষ্য। কোচের আস্থা ফেরাতে হলে মাঠের পারফরম্যান্সেই কথা বলতে হবে।

নেইমার জানেন, সুযোগ খুব বেশি নেই। তবু অদম্য বিশ্বাস আর উচ্চাকাঙ্ক্ষা নিয়ে তিনি বিশ্বকাপের অপেক্ষায় আছেন। যে শিরোপা বারবার কাছে গিয়েও অধরা থেকেছে, সেটি হয়তো শেষবারের মতো ছুঁয়ে দেখার স্বপ্ন দেখছেন ব্রাজিলিয়ান এই তারকা। ২০২৬ বিশ্বকাপ তার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠতে পারে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন