Tuesday, October 14, 2025

শেরপুরের চেল্লাখালি নদীর ষ্টীল ব্রিজ বিধ্বস্ত, রশিটানা নৌকায় চলছে যাত্রী পারাপার


ফাইল ছবিঃ ব্রিজটি গত বছরের পাহাড়ি ঢলে বিধ্বস্ত হয় (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | শেরপুর:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের চেল্লাখালি নদীর উপর নির্মিত আমবাগান–বাতকুচি ঘাটের ষ্টীল ব্রিজটি গত বছরের পাহাড়ি ঢলে বিধ্বস্ত হওয়ার এক বছর পার হলেও এখনও নতুন ব্রিজ নির্মাণ হয়নি। ফলে নদী পারাপারের একমাত্র ভরসা এখন রশিটানা নৌকা, যা ঝুঁকিপূর্ণ হলেও হাজারো মানুষ প্রতিদিন ব্যবহার করছে।

স্থানীয়রা জানান, নদীর দুই তীরের মানুষের জন্য ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বিধ্বস্ত হওয়ার পর স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, রোগীসহ সাধারণ মানুষ নৌকায় ঝুঁকি নিয়ে চলাচল করছেন। নৌকায় পারাপারের জন্য রশি টানার জন্য কিশোর মাঝি থাকলেও মাঝে মাঝে যাত্রীদের নিজে রশি টানতে হয়।

উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপজেলা ইঞ্জিনিয়ার গোলাম কিবরিয়া পিয়াল জানান, সেতুটি নির্মাণের জন্য গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় অর্থ বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে। বরাদ্দ পাওয়ার পর দ্রুত সেতু নির্মাণ করা হবে।

স্থানীয়রা দ্রুত ব্রিজটি নির্মাণের জোর দাবি জানিয়েছেন, যাতে দৈনন্দিন জীবনে তাদের ঝুঁকি কমে এবং বাজার, শিক্ষা ও চিকিৎসার জন্য সুষ্ঠু যাতায়াত নিশ্চিত হয়।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন