Friday, December 5, 2025

সীতাকুণ্ডে মহাসড়ক অবরোধ ও সহিংসতার ঘটনায় বিএনপির চার নেতা বহিষ্কার


ছবিঃ বিএনপি'র সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর অনুসারীরা মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ারে আগুন জ্বালিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। গতকাল সোমবার রাত ৯টার দিকে ছবিটি চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী শহীদ মিনার এলাকায় (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | চট্টগ্রাম:

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির দলীয় মনোনয়নকে কেন্দ্র করে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে অবরোধ, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় স্বেচ্ছাসেবক দল ও যুবদলের চার নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। সোমবার রাতেই দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন—সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুণ্ড পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মামুন এবং যুবদলের সোনাইছড়ি ইউনিটের সাধারণ সম্পাদক মমিন উদ্দিন।

বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সন্ধ্যার পর দলীয় মনোনয়নকে কেন্দ্র করে সীতাকুণ্ডে সহিংসতা, হানাহানি, মহাসড়ক অবরোধ ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কারণে তাদেরকে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

জানা গেছে, সোমবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনে দলের প্রার্থীদের নাম ঘোষণা করেন। এর মধ্যে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে কাজী মোহাম্মদ সালাউদ্দিনকে মনোনয়ন দেওয়া হয়। বাদ পড়েন কেন্দ্রীয় বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী।

মনোনয়ন ঘোষণা হওয়ার পর সন্ধ্যার পর থেকেই আসলাম চৌধুরীর সমর্থকরা ভাটিয়ারী, সলিমপুরসহ মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। রাত ৯টার দিকে বিক্ষুব্ধরা ভাটিয়ারী রেলস্টেশন এলাকায় রেললাইনে আগুন ধরিয়ে দিলে রেল চলাচল বন্ধ হয়ে যায়।

রাত ১১টার দিকে আসলাম চৌধুরী সমর্থকদের সরে যাওয়ার নির্দেশ দিলে অবরোধ তুলে নেওয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।

চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মোরসালীন বলেন, “আসলাম ভাই মনোনয়ন না পাওয়ায় কর্মীরা ক্ষোভে মহাসড়কে অবস্থান নেন। তবে তাঁর নির্দেশ পাওয়ার পর সবাই ফিরে যান।”

এদিকে, মনোনয়ন পাওয়ার পর কাজী মোহাম্মদ সালাউদ্দিনের সমর্থকরা বাঁশবাড়িয়া ও বাড়বকুণ্ডে আনন্দ মিছিল করেছেন।

উপজেলা বিএনপির সদস্যসচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন বলেন, “মনোনয়ন নিয়ে দলের কোনো বিভাজন নেই। আসলাম চৌধুরী ও বিএনপি একে অপরের পরিপূরক। হাইকমান্ডের সিদ্ধান্ত সবাই মেনে নিয়ে প্রার্থীকে বিজয়ী করার জন্য কাজ করতে হবে।”

সীতাকুণ্ডে সোমবারের ঘটনার পর এই চার নেতার বহিষ্কারকে স্থানীয় বিএনপির অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন