- ১৩ অক্টোবর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | সিলেট:
সিলেটের গোয়াইনঘাট সীমান্তে এ যাবৎকালের সবচেয়ে বড় ভারতীয় অবৈধ গরু ও মহিষের চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৮ অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) রুস্তমপুর ইউনিয়নের ইটাচুকি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৩৭টি ভারতীয় গরু জব্দ করে।
একই দিনে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী দিনেরটুক এলাকায় লাফার্জ বিওপি টহলদল পৃথক অভিযানে ৪২টি ভারতীয় মহিষ আটক করে। বিজিবি সূত্রে জানা গেছে, আটক করা এসব গবাদিপশুর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা। এটি এখন পর্যন্ত সীমান্ত এলাকায় উদ্ধার হওয়া সবচেয়ে বড় গরু ও মহিষের চালান বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, “সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নিয়মিত গোয়েন্দা নজরদারি ও তৎপরতার অংশ হিসেবেই এই বিপুল পরিমাণ গবাদিপশু আটক করা সম্ভব হয়েছে।” তিনি আরও জানান, আটককৃত গবাদিপশুগুলো আইনানুগ প্রক্রিয়ায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।