Tuesday, October 14, 2025

সচিবালয় মেট্রোস্টেশনের কাছে র‍্যাবের পোশাকে সংঘবদ্ধ ডাকাতি, গ্রেপ্তার ৮


ছবিঃ আসামিদের কাছ থেকে পাওয়া (সংগৃহীত। প্রথম আলো)

রাজধানীর সচিবালয় মেট্রোস্টেশনের সামনে র‍্যাবের পোশাক পরে এক ব্যক্তিকে অপহরণের চেষ্টা এবং তার কাছ থেকে টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার ঘটনায় সংঘবদ্ধ ডাকাত চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, ঘটনাটি ঘটেছে গত সোমবার দুপুর ২টা ৫৫ মিনিটে।

ভুক্তভোগী রঞ্জন চন্দ্র সিংহ ওই সময় সচিবালয় মেট্রোস্টেশনের দিকে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করেই তিন-চার ব্যক্তি, যারা র‍্যাবের পোশাক পরিহিত ছিল, তাকে জোরপূর্বক একটি সাদা মাইক্রোবাসে তুলে নেওয়ার চেষ্টা করে। আতঙ্কিত রঞ্জন নিজের সঙ্গে থাকা ৪ লাখ টাকা ও ১১ ভরি স্বর্ণালংকারভর্তি ব্যাগটি রাস্তায় ছুড়ে দেন।

ডিসি মাসুদ জানান, র‍্যাবের পোশাকে থাকা ব্যক্তিরা তখন রঞ্জনকে ধাক্কা দিয়ে ব্যাগটি তুলে নিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনার পর রঞ্জন শাহবাগ থানায় অভিযোগ করেন।

ঘটনার তদন্তে নামে শাহবাগ থানা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার সকালে শাহবাগ এলাকা থেকে আটজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলো—মিন্টু হালদার (৪২), নাজমুল হাসান (৪০), নির্মল হালদার (৩৭), সালাউদ্দিন (৩৫), দেলোয়ার হোসেন সিকদার (৫৫), সৈয়দ শামীম হোসেন (৪৫), পবিত্র পাল (৩৮) ও বলরাম চন্দ্র পাল (৩৭)।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে র‍্যাবের পোশাক, ব্যাজ, ক্যাপ, দুটি খেলনা পিস্তল, দুটি হাতকড়া এবং ১১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

ডিসি মাসুদ বলেন, এই চক্রটি দীর্ঘদিন ধরে রাজধানীর তাঁতীবাজার, বংশালসহ স্বর্ণপট্টি এলাকায় স্বর্ণ ব্যবসায়ীদের টার্গেট করে। তারা কখনো র‍্যাব, কখনো ডিবি পুলিশের ছদ্মবেশে অপহরণ ও ডাকাতির মতো অপরাধ ঘটিয়ে আসছিল।

পুলিশ জানিয়েছে, এই সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে একাধিক থানায় আরও মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন