- ০৪ ডিসেম্বর, ২০২৫
PNN নিউজ ডেস্ক। ঢাকা
সাভারের আমিনবাজারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ইটভাটার মালিক ও শ্রমিকরা। বুধবার (১৯ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এই বিক্ষোভের কারণে মহাসড়কের উভয়পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, পরিবেশ অধিদপ্তরের বিশেষ অভিযান ও ইটভাটার বিরুদ্ধে জরিমানা আরোপের প্রতিবাদে মালিক ও শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। গত সপ্তাহে সাভার উপজেলা জুড়ে বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও ঘোষিত ডিগ্রেডেড এয়ারশেড বাস্তবায়নের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করা হয়েছিল।
এই অভিযানের অংশ হিসেবে সাভারের বিভিন্ন ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয়েছে এবং কাঁচা ইট গুঁড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মালিকদের ৬ লাখ টাকা করে জরিমানা করা হয়। সাভারের তেঁতুলঝোড়া, ভাকুর্তা ও চাপড়া ইউনিয়নের একাধিক ইটভাটার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে।
আন্দোলনকারী শ্রমিকরা জানিয়েছেন, ইটভাটার চিমনি ভাঙা ও জরিমানা আরোপের ফলে তারা কাজ চালাতে পারছে না। তাই তারা আজ সকাল ৯টার দিকে আমিনবাজারের ভাঙাব্রিজ এলাকায় অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করেছেন।
এতে মহাসড়কের উভয়পাশে গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়েছে এবং যাত্রী ও মালবাহী যানবাহনের যাতায়াতে মারাত্মক জটিলতা দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসন ও ট্রাফিক বিভাগ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।