Monday, January 19, 2026

জাতীয় নির্বাচনে প্রতিটি কেন্দ্রে পাঁচজন সেনা মোতায়েনের প্রস্তাব জামায়াতের


ছবিঃ সেনা সদস্যরা (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে একজন সেনা সদস্য মোতায়েন করার চেয়ে অন্তত পাঁচজন সেনা মোতায়েন করা উচিত বলে নির্বাচন কমিশনকে (ইসি) প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর (বামি) সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বুধবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সঙ্গে সংলাপে তিনি এ কথা বলেন। তিনি বলেন, “এক মাসও হয়নি, ২০ দিনও হয়নি, একজন ডিসি বদলি হয়ে গিয়েছেন। আবার এই সপ্তাহের মধ্যে অনেককে বদলি করা হয়েছে। মনে হচ্ছে যেন কোনো পরিকল্পিত উদ্দেশ্যে এই পরিবর্তন করা হচ্ছে।”

সংলাপে জামায়াতের পক্ষে তিনি লটারির মাধ্যমে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বদলির পক্ষে মত প্রকাশ করেন। তিনি বলেন, “লটারির মাধ্যমে ট্রান্সফার হলে, যার যেখানে ভাগ্য আছে, সে সেখানে চলে যাবে। এতে কোনো প্রশ্ন থাকবে না।”

মিয়া গোলাম পরওয়ার ভোটার তালিকায় ছবি স্পষ্ট করার উদ্যোগ নেওয়া এবং প্রার্থীর পাশাপাশি রাজনৈতিক দলের অঙ্গীকারনামা কোথায় জমা দিতে হবে তা স্পষ্ট করার অনুরোধ জানান।

সংলাপে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ইসিকে আরও সুরক্ষামূলক পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন। তিনি বলেন, “ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহার করা হোক এবং অবৈধ অস্ত্র দ্রুত উদ্ধার করা হোক।”

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন