Tuesday, October 14, 2025

সাতক্ষীরার ভোমরা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক আহত


ছবিঃ বিএসএফের গুলিতে নিহত (সংগৃহীত)

সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলমগীর হোসেন (৩৫) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। সোমবার (৪ আগস্ট) ভোরে সদর উপজেলার লহ্মীদাড়ী সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।

আহত আলমগীর হোসেন সদর উপজেলার লহ্মীদাড়ী গ্রামের মৃত শেখ সাঈদ উদ্দীনের ছেলে। বর্তমানে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতের ভাগ্নে বেলাল হোসেন জানান, ভোরের সময় আলমগীর তার নিজস্ব মৎস্য ঘেরে খাবার দিতে গিয়েছিলেন। তখনই ভারতের কিছু লোক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালালে পাশেই থাকা আলমগীর গুলিবিদ্ধ হন। গুলির ছররা তার ডান পাশের ঘাড়, চোখ এবং মাথায় লাগে।

আলমগীরকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এবিএম আক্তার মারুফ জানান, আলমগীরের শরীরের একাধিক স্থানে গুলির আঘাত রয়েছে, তবে প্রাথমিক চিকিৎসার পর তিনি আপাতত আশঙ্কামুক্ত রয়েছেন।

ভোমরা বিজিবি ক্যাম্পের কমান্ডার মো. জহির উদ্দীন বলেন, আলমগীর হোসেন গত ৩০ জুলাই অবৈধ পথে ভারতে গিয়েছিলেন এবং তার আত্মীয়ের বাড়িতে ছিলেন। সোমবার সকালে ফেরার সময় সীমান্ত অতিক্রম করার সময় বিএসএফের গুলিতে তিনি আহত হন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন