- ১৯ জানুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। সাতক্ষীরা
সাতক্ষীরা-৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসনে মনোনয়ন যাচাই-বাছাই শেষে চারজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। তবে প্রয়োজনীয় ভোটার সমর্থনের শর্ত পূরণ না করায় তিনজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
রিটার্নিং কার্যালয় সূত্রে জানা যায়, মোট আটজন প্রার্থী এ আসনে মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে তিনজনের ক্ষেত্রে ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সংক্রান্ত তথ্য সঠিক না পাওয়ায় তাঁদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। বাতিল হওয়া প্রার্থীরা হলেন—ডা. শহিদুল আলম, আসাফুদৌলা এবং আসলাম আল মেহেদী।
এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. ওয়ায়েজ কুরুনীর মনোনয়ন আপাতত স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
এর আগে যাঁরা মনোনয়নপত্র দাখিল করেছিলেন, তাঁদের মধ্যে রয়েছেন—বিএনপির কাজী আলাউদ্দীন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাফেজ মুহা. রবিউল বাসার, জাতীয় পার্টির মো. আলিফ হোসেন, স্বতন্ত্র প্রার্থী এসএ আসফউদ্দৌলা খান, স্বতন্ত্র প্রার্থী মো. শহিদুল আলম, স্বতন্ত্র প্রার্থী আসলাম আল মেহেদী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)-এর রুবেল হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ওয়ায়েজ কুরুনী।
মনোনয়ন যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের নিয়ে আসনটিতে নির্বাচনী প্রতিযোগিতা আরও স্পষ্ট রূপ পাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।