Monday, January 19, 2026

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়ন বৈধ, জামায়াত প্রার্থীরও ছাড়পত্র


ফাইল ছবিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | ঢাকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এস এম খালিদুজ্জামানের মনোনয়নও অনুমোদন পেয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন ঢাকা মহানগরের ১৩টি সংসদীয় আসনের রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী মনোনয়ন যাচাইয়ের সব প্রক্রিয়া সম্পন্ন করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাখিলকৃত কাগজপত্র, আপত্তি ও অভিযোগ খতিয়ে দেখে তারেক রহমান এবং এস এম খালিদুজ্জামানের প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করা হয়।

মনোনয়ন বৈধ ঘোষণার সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সিদ্ধান্ত ঘোষণার পর তারা সন্তোষ প্রকাশ করেন। তবে এ বিষয়ে অন্য কোনো প্রার্থী বা তাদের প্রতিনিধিদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রিটার্নিং কর্মকর্তা আরও জানান, ঢাকা-১৭ আসনে মোট ১৭টি মনোনয়নপত্র জমা পড়েছিল। যাচাই শেষে যেসব প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে, তাদের মাঝে নির্ধারিত প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

এ সময় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তারেক রহমানের পক্ষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালামসহ দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অপরদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী এস এম খালিদুজ্জামান নিজেই সমর্থকদের সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত ছিলেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন