Monday, January 19, 2026

টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৬ কোটি টাকার ইয়াবা ও আইস উদ্ধার


ছবিঃ কক্সবাজারের টেকনাফে প্রায় ৬ কোটি টাকার মাদক জব্দ করেছে কোস্টগার্ড। (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | কক্সবাজার

কক্সবাজারের টেকনাফ উপজেলায় কোস্টগার্ডের বিশেষ অভিযানে প্রায় ৬ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। তবে এ সময় কোনো মাদক পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় কোস্টগার্ড স্টেশন টেকনাফের একটি দল হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকার আশপাশে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং এক কেজি ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করা হয়।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা এবং আইসের মূল্য প্রায় ৫ কোটি টাকা। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে জড়িত পাচারকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা যায়নি।

উদ্ধার করা মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের ওই কর্মকর্তা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন