Tuesday, October 14, 2025

শারদীয় উৎসবের আগেই গাইবান্ধায় প্রতিমায় আগুন, আতঙ্কে স্থানীয়রা


ছবিঃ হামিন্দপুর কামারপাড়ায় সর্বজনীন দুর্গা মন্দিরে প্রতিমায় অগ্নিসংযোগ (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN:

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের হামিন্দপুর কামারপাড়ায় সর্বজনীন দুর্গা মন্দিরে প্রতিমায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও কয়েকটি প্রতিমা পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মন্দির পরিচালনা কমিটির বর্তমান ও সাবেক সদস্যদের মধ্যে বিরোধ চলে আসছিল। শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে উভয় পক্ষ আলাদা করে প্রতিমা তৈরির উদ্যোগ নেয়। এর মধ্যেই রাতের আঁধারে দুর্বৃত্তরা প্রতিমায় আগুন দেয় বলে ধারণা করা হচ্ছে।

মন্দির কমিটির সাবেক সভাপতি অনুকুল চন্দ্র রনু বলেন, “আমরা খোলা জায়গায় প্রতিমা তৈরির কাজ করছিলাম। কিন্তু পরিকল্পিতভাবে সেগুলোতে আগুন দেওয়া হয়েছে।”

অন্যদিকে বর্তমান সভাপতি কুন্তূল চন্দ্র দাস জানান, প্রতিমায় আগুন দেওয়ার সঙ্গে কারা জড়িত তা এখনই বলা যাচ্ছে না। তবে তিনি এটিকে একটি ‘অপরিকল্পিত নাশকতা’ বলে মন্তব্য করেন।

অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দীন খন্দকার বলেন, “এটি পরিকল্পিতভাবে করা হয়েছে। তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে। পাশাপাশি দুই পক্ষকে থানায় ডেকে বিরোধ মীমাংসার উদ্যোগ নেওয়া হচ্ছে।”

উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রভাত চন্দ্র অধিকারী বলেন, আগের বিরোধ এখনও মীমাংসা না হওয়ায় এই ঘটনাটি ঘটেছে। খুব দ্রুতই দুই পক্ষকে নিয়ে সমাধান সভার ব্যবস্থা করা হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন