Tuesday, October 14, 2025

কুমিল্লার মনোহরগঞ্জে ভাড়া নিয়ে বিরোধ, সহকর্মীর হাতে রাজমিস্ত্রির মৃত্যু


ছবিঃ ফরহাদ হোসেন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | কুমিল্লা:

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় মাত্র ৪০ টাকা ভাড়া নিয়ে বিরোধের জেরে সহকর্মীর হাতে খুন হয়েছেন ফরহাদ হোসেন (১৯) নামে এক রাজমিস্ত্রি। সোমবার (১ মার্চ) সন্ধ্যায় উপজেলার লক্ষণপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফরহাদ স্থানীয় লক্ষণপুর গ্রামের মিজান মিয়ার ছেলে।

অভিযুক্ত মাহফুজ আলম (১৫), সাইকচাইল গ্রামের রবিউল ইসলামের ছেলে। ঘটনার পরপরই পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে বিপুলাসার ইউনিয়নের সাইকচাইল বাজার থেকে আটক করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেদিন কাজ শেষে ফরহাদ, মাহফুজ ও আরও দুই সহকর্মী অটোরিকশায় লক্ষণপুর বাজারে ফেরেন। নামার সময় মাহফুজ ভাড়া না দিয়ে চলে যেতে চাইলে ফরহাদ বিষয়টি নিয়ে প্রশ্ন করেন। এ নিয়ে দুজনের মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে মাহফুজ ফরহাদের হাতে থাকা রড জাতীয় বস্তু তার বুকে ঢুকিয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত ফরহাদকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ফার্মেসিতে এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে সেনাবাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে জানিয়েছেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা মো. মিজান বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। ইতিমধ্যে অভিযুক্ত মাহফুজ আলমসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন