Tuesday, October 14, 2025

ইন্দোনেশিয়ায় বিক্ষোভ: বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশি টিয়ার গ্যাস, ছাত্রদের অভিযোগ দমননীতির


ছবিঃ ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের বান্দুং শহরে বিক্ষোভকারীরা আঞ্চলিক সংসদ ভবনের ফটকে বাঁশের লাঠি নিক্ষেপ করে এবং সরকারের ব্যয় অগ্রাধিকার—বিশেষ করে আইনপ্রণেতাদের জন্য বাড়তি সুবিধার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ব্যানারগুলোতে আগুন ধরিয়ে দেয়। ঘটনাটি ঘটে ১ সেপ্টেম্বর ২০২৫, সোমবার। (সংগৃহীত । বিলাল উইবিসোনো/রয়টার্স )

PNN নিউজ আন্তর্জাতিক ডেস্ক |

ইন্দোনেশিয়ায় সরকারি ব্যয়বৃদ্ধি ও পুলিশি গাড়িচাপায় এক মোটরসাইকেলচালকের মৃত্যুকে কেন্দ্র করে চলমান দেশব্যাপী বিক্ষোভ আরও উত্তপ্ত হয়েছে। মঙ্গলবার বান্দুং শহরে ইসলামিক ইউনিভার্সিটি অব বান্দুং (ইউএনআইএসবিএ) ও পাশের পাশুন্দান বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ।

স্থানীয় শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, নিরাপত্তা বাহিনী শুধু টিয়ার গ্যাসই নয়, রাবার বুলেটও ব্যবহার করেছে। পাশুন্দান বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ ইলহাম জানান, “আমাদের এক সহপাঠীকে রাবার বুলেটে দুইবার আঘাত করা হয়েছে।”

সরকারি হিসাবে, গত এক সপ্তাহের বিক্ষোভে অন্তত আটজন নিহত হয়েছেন। দেশটির অর্থবিষয়ক সমন্বয় মন্ত্রী এয়ারলাঙ্গা হারতার্তো এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের দাবি, তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করেনি। তবে বিক্ষোভকারীরা ক্যাম্পাসে আশ্রয় নেওয়ায় ভেতরের ভিড় নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে হয়েছে। ইউএনআইএসবিএ–এর রেক্টর হারিতস নু’মানও জানিয়েছেন, আহত বিক্ষোভকারীদের চিকিৎসার জন্য ক্যাম্পাসকে একটি অস্থায়ী মেডিকেল হাব হিসেবে ব্যবহার করা হচ্ছিল।

অন্যদিকে ইউএনআইএসবিএর ছাত্রসংগঠন পুলিশের বক্তব্য অস্বীকার করেছে। তাদের অভিযোগ, নিরাপত্তা বাহিনী ইচ্ছাকৃতভাবে শিক্ষার্থীদের দমিয়ে রাখতে ক্যাম্পাসে হামলা চালিয়েছে। টিয়ার গ্যাসে অনেক ছাত্র শ্বাসকষ্টের শিকার হয়েছেন বলেও অভিযোগ উঠেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন