- ১৩ অক্টোবর, ২০২৫
PNN নিউজ আন্তর্জাতিক ডেস্ক |
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাঁর রুশ সমকক্ষ ভ্লাদিমির পুতিনকে “পুরনো বন্ধু” বলে স্বাগত জানিয়েছেন। পুতিনও দুই দেশের সম্পর্ককে “অভূতপূর্ব উচ্চতায়” পৌঁছেছে বলে মন্তব্য করেছেন। মঙ্গলবার বেইজিংয়ে শুরু হওয়া একাধিক বৈঠকে তাঁরা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং পশ্চিমা শক্তির চাপ মোকাবিলায় একসঙ্গে কাজ করার বার্তা দিয়েছেন।
বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে অনুষ্ঠিত আনুষ্ঠানিক বৈঠকের পর শি ও পুতিন আরও একটি ঘরোয়া বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে। বৈঠকগুলোর মূল আলোচনায় ছিল ইউক্রেন যুদ্ধ, মার্কিন প্রভাব প্রতিরোধ এবং বহুমুখী বিশ্বব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা।
এ বৈঠকের আগের দিন তিয়ানজিনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনে যোগ দেন দুই নেতা। সেখানে তাঁরা পশ্চিমা জোটভিত্তিক কাঠামোর বিকল্প হিসেবে নতুন বৈশ্বিক ব্যবস্থার পক্ষে জোরালো অবস্থান নেন।
পুতিনের সফরে অন্তত ২০টি চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে, যা চীন–রাশিয়া সহযোগিতা আরও বিস্তৃত করবে বলে আশা করা হচ্ছে। পর্যবেক্ষকদের মতে, দুই দেশের সম্পর্ক ক্রমেই ঘনিষ্ঠ হচ্ছে, বিশেষ করে ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে।
চীন প্রকাশ্যে যুদ্ধ বিষয়ে নিরপেক্ষ অবস্থান নিলেও রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে গিয়ে অর্থনৈতিক সহায়তা দিচ্ছে। এ কারণে পশ্চিমা দেশগুলোর সমালোচনার মুখেও পড়েছে বেইজিং।
বৈঠকের এক দিন পর বেইজিংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের ৮০তম বার্ষিকী উপলক্ষে বিশাল সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। এতে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানসহ প্রায় দুই ডজন বিশ্বনেতা উপস্থিত থাকবেন।