- ১৩ অক্টোবর, ২০২৫
PNN নিউজ আন্তর্জাতিক ডেস্ক |
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অনাহার ও অপুষ্টিজনিত কারণে তিন শিশুসহ আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এতে এ ধরনের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৬১–এ, যার মধ্যে ১৩০ জন শিশু।
অন্যদিকে, ভোর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ত্রাণ সংগ্রহ করতে যাওয়া বেশ কয়েকজনও রয়েছেন।
এদিকে, অধিকৃত পশ্চিম তীরে ভোরের দিকে অভিযান চালিয়ে অন্তত ২৫ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি বন্দী বিষয়ক গণমাধ্যম কার্যালয় (আসরা) জানিয়েছে, আটটি গভর্নরেটে এসব অভিযান চালানো হয়। সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে নাবলুস জেলায়, যেখানে কুসরা ও কফর কলিলসহ বিভিন্ন এলাকা থেকে ১৩ জনকে আটক করা হয়।
তুলকারেমের বালআ শহরে অভিযানের সময় ইসরায়েলি সেনারা সামরিক বুলডোজার ও কুকুর ব্যবহার করে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। একই সঙ্গে ক্বালকিলিয়ার কাফর থুলথ এলাকায় স্থানীয়দের সঙ্গে সংঘর্ষও হয়েছে বলে জানা গেছে।