- ১৩ অক্টোবর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | ঢাকা:
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার বিকেল পাঁচটায় সাতটি রাজনৈতিক দল ও হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, যেসব রাজনৈতিক দল আলোচনায় অংশ নেবে তারা হলো—এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় গণফ্রন্ট। তাদের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশকেও বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে।
বৈঠকে অংশ নেওয়া দল ও সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। আলোচনায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি গুরুত্ব পাবে বলে জানা গেছে।
এর আগে গত রোববার প্রধান উপদেষ্টা বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বৈঠক করেছিলেন। সে বৈঠকে নির্বাচনসংক্রান্ত বিষয়ে মতপার্থক্য কাটেনি। তবে ইউনূস স্পষ্ট করে জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্প নেই।
বিশ্লেষকদের মতে, আজকের বৈঠকে ছোট ও মধ্যম আকারের রাজনৈতিক দলগুলোর মতামত শোনা হবে এবং নির্বাচন ঘিরে ভিন্নমত সমন্বয়ের চেষ্টা করবেন প্রধান উপদেষ্টা।