- ১৩ অক্টোবর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | ঢাকা:
ডাকসু নির্বাচনকে ঘিরে হাইকোর্টে রিট করা এক নারী শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকির ঘটনায় দায় এড়িয়ে না গিয়ে প্রকৃত অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সহসভাপতি (ভিপি) প্রার্থী আবু সাদিক।
আজ মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে প্রচারণা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান।
আবু সাদিক বলেন, এ ঘটনায় তাঁরা তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানালেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। “প্রশাসন শুরু থেকেই সাইবার বুলিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আজ এ অবস্থার সৃষ্টি হতো না,” মন্তব্য করেন তিনি।
তিনি অভিযোগ করে বলেন, রিটকারী ছাত্রীকে হুমকি দেওয়া শিক্ষার্থী আলী হুসেন ছাত্রদলের সঙ্গে যুক্ত। অথচ প্রকৃত অপরাধীর বদলে দায় চাপানোর রাজনীতি চলছে। এতে করে অপরাধীরা দায়মুক্তি পাচ্ছে।
অবস্থান পরিষ্কার করে ভিপি প্রার্থী সাদিক বলেন, “আমাদের নারী প্রার্থীদের বিরুদ্ধে ক্রমাগত সাইবার বুলিং চলছে, ছবি বিকৃতি করা হচ্ছে, অকথ্য ভাষায় গালাগাল দেওয়া হচ্ছে। আমরা প্রতিকার চাইলেও প্রশাসন নীরব থেকেছে। প্রকৃত অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এ ধরনের ঘটনা আরও বাড়বে।”
তিনি সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, অপরাধীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রথম প্রতিশ্রুতি হলো নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা।