Tuesday, October 14, 2025

মুগদায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বৃক্ষরোপণ ও পরিষ্কার–পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন


ছবিঃ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | ঢাকা:

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও পরিষ্কার–পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মুগদার পূর্ব মানিকনগর বালুর মাঠসংলগ্ন এলাকায় এ কর্মসূচি শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, খাল খননের পেছনে একসময় মহৎ উদ্দেশ্য ছিল, তবে মানুষ তা বুঝতে পারেনি। রূপক অর্থে তিনি বলেন, “খালের মধ্যে যে কুমির ছিল, সেটা ১৭ বছর ধরে জনগণকে যন্ত্রণা দিয়ে এখন দিল্লিতে পালিয়েছে। তাই খাল কেটে কুমির নয়, আমাদের স্বচ্ছ পানি আনতে হবে।”

বেলা পৌনে একটার দিকে অনুষ্ঠানে যোগ দিয়ে গয়েশ্বর হাতে নিড়ানি তুলে খাল পরিষ্কার কার্যক্রম উদ্বোধন করেন। এরপর বৃক্ষরোপণেও অংশ নেন তিনি। কিছুক্ষণ পর তিনি সেখান থেকে চলে গেলেও স্থানীয় নেতা–কর্মীরা খাল পরিষ্কার কার্যক্রম চালিয়ে যান।

বালুর মাঠ ইউনিট বিএনপির সেক্রেটারি মেহেদী হাসানের নেতৃত্বে প্রায় ৪০ জন স্থানীয় নেতা–কর্মী ও সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী এই উদ্যোগে অংশ নেন। দুপুর আড়াইটায় পর্যন্ত এ কর্মসূচি চলমান ছিল।

গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, বিএনপি বর্তমানে সরকারে নেই, তাই দাবি–দাওয়া করার আগে জনগণকে ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। তিনি অভিযোগ করেন, ষড়যন্ত্র করে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সঞ্চালনা করেন সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন