Tuesday, October 14, 2025

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত ৮০০’র বেশি, উদ্ধার তৎপরতা চলছে


ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক প্রতিবেদক : আফগানিস্তানের দূরবর্তী পাহাড়ি অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প ও একাধিক আফটারশকে ঘরবাড়ি ধসে পড়ে অন্তত ৮০০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে তালেবান কর্তৃপক্ষ।

রাতের প্রায় মধ্যরাতের আগে আঘাত হানা এ ভূমিকম্পে কাবুল থেকে শুরু করে পার্শ্ববর্তী পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ পর্যন্ত ভবন কেঁপে ওঠে।

ভয়াবহ এ দুর্ঘটনার পর স্থানীয়রা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে অংশ নিলেও বিশাল আকারে সরকারি উদ্ধার তৎপরতা চলছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন