- ১৩ অক্টোবর, ২০২৫
আন্তর্জাতিক প্রতিবেদক : আফগানিস্তানের দূরবর্তী পাহাড়ি অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প ও একাধিক আফটারশকে ঘরবাড়ি ধসে পড়ে অন্তত ৮০০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে তালেবান কর্তৃপক্ষ।
রাতের প্রায় মধ্যরাতের আগে আঘাত হানা এ ভূমিকম্পে কাবুল থেকে শুরু করে পার্শ্ববর্তী পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ পর্যন্ত ভবন কেঁপে ওঠে।
ভয়াবহ এ দুর্ঘটনার পর স্থানীয়রা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে অংশ নিলেও বিশাল আকারে সরকারি উদ্ধার তৎপরতা চলছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।