- ১৩ অক্টোবর, ২০২৫
আসিফ মাহমুদ, স্টাফ রিপোর্টার
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত বোলিং ও তানজিদের ঝলকে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। সোমবার নেদারল্যান্ডসকে ৯ উইকেট ও ৪১ বল হাতে রেখে হারিয়েছে স্বাগতিকরা।
প্রথমে ব্যাট করতে নেমে ১৭ দশমিক ৩ ওভারে মাত্র ১০৩ রানে অলআউট হয় নেদারল্যান্ডস। বাংলাদেশের স্পিনার নাসুম আহমেদ প্রথম একাদশে সুযোগ পেয়েই দুর্দান্ত বোলিং করেন। ইনিংসের শুরুতেই ও’ডাউড (৮) ও তেজাকে (০) আউট করেন বাঁ–হাতি এই স্পিনার। তিনি নেন ৩ উইকেট। তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান নেন ২টি করে উইকেট। এছাড়া শেখ মেহেদী ও তানজিম হাসান একটি করে উইকেট দখল করেন।
ডাচদের হয়ে আরিয়ান দত্ত সর্বোচ্চ ৩০ রান করেন। ইনিংসে রানআউটের সুযোগ নষ্ট করলেও শেষ পর্যন্ত শর্ট মিডউইকেট থেকে সাইফ হাসানের সরাসরি থ্রোতে নোয়াহ ক্রস রানআউট হন। নাসুমের এলবিডব্লুতে ফেরেন ফন মিকেরেন, মুস্তাফিজ বোল্ড করেন সিকান্দার জুলফিকারকে। ১০০ রানের ঘর পেরোলেও দলীয় সংগ্রহ ১০৩ রানে থামে সফরকারীদের।
ছোট লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো করেন বাংলাদেশের দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও ইমন। তবে ইমন ২১ বলে ২৩ রান করে ফেরেন। এরপর লিটনের সঙ্গে জুটি গড়ে ম্যাচ সহজ করে তোলেন তানজিদ। ১২তম ওভারে ছক্কা হাঁকিয়ে ভাঙেন ২০২৫ সালের রেকর্ডও। এ সংস্করণে তার ছক্কার সংখ্যা দাঁড়ায় ২৩—সবচেয়ে বেশি। একই সঙ্গে তুলে নেন আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্যারিয়ারের ষষ্ঠ হাফ–সেঞ্চুরি।
তার অপরাজিত ইনিংসেই ৪১ বল হাতে রেখে ৯ উইকেটের সহজ জয় পায় বাংলাদেশ। ফলে তিন ম্যাচের সিরিজে ২–০ ব্যবধানে এগিয়ে থেকে এক ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করেছে স্বাগতিকরা।