Tuesday, October 14, 2025

শাপলা প্রতীক বাতিল করায় নির্বাচন কমিশনের সিদ্ধান্তে এনসিপির ক্ষোভ


ছবিঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে আজ রোববার সাক্ষাৎ শেষে প্রেস ব্রিফিং করে জাতীয় নাগরিক পার্টির (এনিসিপি) প্রতিনিধিদল (সংগৃহীত)

নির্বাচন কমিশন (ইসি) শাপলা প্রতীককে অনুমোদন না দেওয়ায় সিদ্ধান্তকে ‘প্রহসনমূলক ও পক্ষপাতমূলক’ বলে আখ্যায়িত করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। তিনি বলেন, “শাপলা প্রতীক পেতে আমাদের কোনো আইনি বাধা নেই। যদি কেউ বাধা দেয়, তবে আমরা রাজনৈতিকভাবে প্রতিরোধ করবো। আমাদের কাছে শাপলার কোনো বিকল্প নেই।”

রোববার (১৩ জুলাই) দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে এনসিপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠক করে। প্রতিনিধি দলে ছিলেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলমসহ আরও কয়েকজন নেতা। বৈঠক শেষে নাসীরুদ্দীন পাটোয়ারী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

ইসি সূত্র জানায়, বর্তমানে তফসিলে থাকা ৬৯টি প্রতীকের সঙ্গে আরও ৪৬টি প্রতীক যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন, ফলে প্রতীকের সংখ্যা হবে ১১৫টি। এই তালিকা এখন আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে। তবে এই নতুন তালিকায় এনসিপির চাহিদা অনুযায়ী প্রথম পছন্দ ‘শাপলা’ প্রতীকটি রাখা হয়নি।

এ নিয়ে এনসিপির মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। দলটি দাবি করেছে, ২০ জুন দলীয় নিবন্ধনের জন্য আবেদন করার সময় তারা শাপলাকে প্রথম পছন্দ হিসেবে উল্লেখ করেছিল। দ্বিতীয় ও তৃতীয় পছন্দ ছিল ‘কলম’ ও ‘মোবাইল ফোন’। নতুন প্রস্তাবিত তালিকায় কলম ও মোবাইল ফোন থাকলেও শাপলা প্রতীকটি নেই।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, একটি কমিটি প্রাথমিকভাবে ১৫০টি প্রতীক প্রস্তাব করেছিল। সেখান থেকে বাছাই করে ১১৫টি প্রতীককে তালিকাভুক্ত করে আইন মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। সেই তালিকায় শাপলা প্রতীকটি নেই।

এর আগে, গত ১৭ এপ্রিল মাহমুদুর রহমানের নেতৃত্বাধীন নাগরিক ঐক্য দলও শাপলা প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছিল। ফলে দুটি দলই একাধিকবার শাপলা প্রতীককে কেন্দ্র করে ইসির সঙ্গে বৈঠক করেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন