Tuesday, October 14, 2025

সাম্রাজ্যবাদবিরোধী রোডমার্চ: চট্টগ্রাম বন্দর ও অসম চুক্তি বাতিলের দাবিতে রাজপথে বামপন্থী দলগুলো


দেশের বামপন্থী দল ও সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত 'সাম্রাজ্যবাদবিরোধী দেশপ্রেমিক জনগণ' চার দফা দাবিতে আজ শুক্রবার রাজধানী থেকে ঢাকা-চট্টগ্রাম রোডমার্চ শুরু করেছে। পূর্ব ঘোষণা অনুযায়ী, সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়। কর্মসূচির মূল স্লোগান হলো 'মা মাটি মোহনা, বিদেশিদের দেব না'।


মূল দাবিগুলো

এই রোডমার্চের প্রধান চারটি দাবি হলো:

  • নিউমুরিং টার্মিনালসহ চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে না দিয়ে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পরিচালনা করা।

  • রাখাইনে করিডর দেওয়ার উদ্যোগ বাতিল।

  • স্টারলিংকের সঙ্গে চুক্তি বাতিল।

  • মার্কিন ও ভারতসহ সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গে সব অসম চুক্তি বাতিল ও জনসম্মুখে প্রকাশ করা।


রোডমার্চের উদ্বোধনী সমাবেশে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের সদস্যরা বিভিন্ন সংগীত পরিবেশন করেন। নেতা-কর্মীদের হাতে 'ইন্টেরিম সরকার, সাম্রাজ্যবাদের পাহারাদার', 'বন্দর-করিডর, বিদেশিদের দেব না', 'জাতীয় স্বার্থবিরোধী সকল অসম চুক্তি বাতিল কর', 'মার্কিন ভারতসহ সকল সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে রুখে দাঁড়াও', 'চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া চলবে না', 'মার্কিন কোম্পানি স্টারলিংকের সঙ্গে চুক্তি বাতিল কর' ইত্যাদি স্লোগান সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।


উদ্বোধনী সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, "আমরা মনে করি, চব্বিশের গণ-অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা হলো গণতন্ত্রের আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষা হলো আধিপত্যবাদ আর সাম্রাজ্যবাদবিরোধী আকাঙ্ক্ষা। ইতিপূর্বে বিভিন্ন আন্দোলনে প্রাণ বিসর্জন দেওয়া সব শহীদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। আমাদের সাম্রাজ্যবাদবিরোধী এই আন্দোলন দীর্ঘদিনের।"

ছবিঃচট্টগ্রামে রোড মার্চের চিত্র (ইন্টারনেট হতে সংগৃহীত)


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন