Saturday, January 10, 2026

সালথায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে ডিবি কর্তৃক গ্রেফতার


ছবিঃ গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতা মো. ফারুকুজ্জামান ফকির (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ফরিদপুর

ফরিদপুরের সালথা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুকুজ্জামান ফকির মিয়াকে (৬০) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফরিদপুর শহরের একটি এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারের পর রাতেই তাকে সালথা থানায় হস্তান্তর করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মো. মিজানুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ফারুকুজ্জামান ফকির মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফারুকুজ্জামান ফকির মিয়ার বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড ঘিরে বিভিন্ন সময় একাধিক মামলা দায়ের হয়। এসব মামলার তদন্ত ও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই তাকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার সকালে গ্রেফতারকৃতকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন