- ১১ জানুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। সুনামগঞ্জ
সুনামগঞ্জের ছাতক উপজেলায় চলমান অপারেশন ডেভিলহান্ট ফেইজ-২–এর অভিযানে নাশকতা মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তি ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) একজন নেতা বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশের অভিযানে বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে চরমহল্লা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ওয়াসিম উদ্দিন (৩৬) নিজ বাড়ি থেকে আটক হন। তিনি উপজেলার চরমহল্লা ইউনিয়নের গারুচড়া গ্রামের বাসিন্দা এবং লাল মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ওয়াসিম উদ্দিনের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর শুক্রবার দুপুরে নাশকতা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, অপারেশন ডেভিলহান্টের আওতায় নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতেই এ কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরও বলেন, এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।