Sunday, January 11, 2026

রাজশাহীতে পুলিশের ইউনিফর্ম পরে টিকটক করায় কনস্টেবল প্রত্যাহার


ছবিঃ পুলিশের ইউনিফর্ম পরে টিকটক করায় কনস্টেবল প্রত্যাহার (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। রাজশাহী

রাজশাহীতে পুলিশের পোশাক ব্যবহারের অনিয়মের অভিযোগে মো. সাইফুজ্জামান নামে এক কনস্টেবলকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। তিনি রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানায় কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) আরএমপি কমিশনার ড. মো. জিল্লুর রহমান এ সংক্রান্ত আদেশ জারি করেন।

কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ আলী জানান, বৃহস্পতিবার তিনি জানতে পারেন কনস্টেবল সাইফুজ্জামান একটি বাসায় সিমা খাতুন নামে এক নারীর সঙ্গে বসবাস করছেন এবং ওই নারী পুলিশের ইউনিফর্ম পরে টিকটকে ভিডিও প্রকাশ করছেন। বিষয়টি জানার পর তিনি নিজে ঘটনাস্থলে যান।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর সাইফুজ্জামান ওই নারীকে দ্বিতীয়বার বিয়ে করেছেন বলে দাবি করা হলেও তাৎক্ষণিকভাবে কাবিননামার কাগজপত্র পাওয়া যায়নি। তবে পুলিশের পোশাক পরে সিমা খাতুনের টিকটক ভিডিও প্রকাশের তথ্যের সত্যতা পাওয়া গেছে।

ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পরই সাইফুজ্জামানকে কাশিয়াডাঙ্গা থানা থেকে প্রত্যাহার করা হয়। পরে রাতেই তাকে আরএমপির পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

আরএমপির মুখপাত্র গাজিউর রহমান বলেন, পুলিশের ইউনিফর্ম কোনোভাবেই স্বজন বা অন্য কেউ ব্যবহার করতে পারে না। এটি আইনত দণ্ডনীয় অপরাধ। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে এবং তদন্ত শেষে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, সিমা খাতুন কুষ্টিয়ার মিরপুর উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে পুলিশের পোশাক পরে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে প্রকাশ করে আসছিলেন। এ বিষয়ে তার বিরুদ্ধে প্রতারণাসহ একাধিক অভিযোগের কথাও উঠে এসেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন