Friday, December 5, 2025

সালাহউদ্দিন: জাতীয় সংসদের সার্বভৌমত্ব রক্ষা আমাদের প্রধান লক্ষ্য


ছবিঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, গণভোটের মাধ্যমে কোনো আইন বা সংবিধান সংশোধন সম্ভব নয়। তিনি জোর দিয়ে বলেন, এসব প্রক্রিয়া সম্পন্ন করতে হলে আগে একটি কার্যকর জাতীয় সংসদ গঠন করতে হবে। শুক্রবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত নারী ও শিশু অধিকার ফোরামের কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।

‘নারীর উপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান: প্রতিরোধে প্রস্তুত সচেতন নারী সমাজ’ শীর্ষক মৌন মিছিল ও সমাবেশের প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সালাহউদ্দিন।

গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে আয়োজনের ঘোষণা দেন। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। তবে তিনি সতর্ক করে বলেন, ‘সনদের নামে জনগণের ওপর কোনো চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়।’

বিএনপির এই নীতিনির্ধারক বলেন, জাতীয় সংসদের সার্বভৌমত্ব যাতে বিন্দুমাত্র ক্ষুণ্ন না হয়, সেটিই তাদের প্রধান লক্ষ্য। কোনো জবরদস্তি আদেশ বা আরোপিত আইনের মাধ্যমে সংসদের ওপর হস্তক্ষেপের চেষ্টা হলে তা প্রতিহত করা হবে বলে মন্তব্য করেন তিনি।

সমাবেশে তিনি অভিযোগ করেন, দেশের একটি গোষ্ঠী ধর্মের নাম ভাঙিয়ে রাজনীতি করছে এবং নারীদের ঘরে বন্দী রাখার চেষ্টা করছে। তিনি বলেন, “নারীর কর্মঘণ্টা কমানোর দাবি আসলে তাদের কর্মসংস্থান কমিয়ে দেওয়ারই কৌশল। নারীরা যেন কর্মক্ষেত্রে এগিয়ে যেতে না পারে—এমন উদ্দেশ্য নিয়েই এসব প্রস্তাব আনা হচ্ছে।”

নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক সেলিমা রহমান বলেন, জুলাই গণ–অভ্যুত্থানের পর নারীরা নিরাপত্তা ও মর্যাদা ফিরে পাবে বলে আশা করা হয়েছিল। কিন্তু বাস্তবতা উল্টো দিকে যাচ্ছে। “নারীকে ঘরে ফেরানোর অপচেষ্টা চলছে,” মন্তব্য করেন তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন নিপুণ রায় চৌধুরী, নাহরীন ইসলাম খান, চৌধুরী সায়মা ফেরদৌস, সানজিদা ইসলাম, সানজিদা আহমেদ তন্বি সহ বিভিন্ন নারী অধিকার–সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ। তারা বলেন, নারীকে ছোট করে দেখার মানসিকতা এখনো সমাজে রয়ে গেছে। কর্মঘণ্টা কমানোর প্রস্তাব নারীর অগ্রগতির জন্য হুমকি।

নিপুণ রায় চৌধুরী সমাবেশে ঘোষণা দেন—নারীর অধিকারে কোনো হুমকি দেখা গেলে পুরো নারী সমাজ সংগ্রামে নেমে আসবে।

সমাবেশটি নারী অধিকার রক্ষায় রাজনৈতিক ও সামাজিক ঐক্যের ওপর নতুন করে গুরুত্ব আরোপ করে। বক্তারা বলেন, নারীর নিরাপত্তা ও সমঅধিকার নিশ্চিত করতে আইন, নীতি ও সামাজিক মনোভাব—সব ক্ষেত্রেই পরিবর্তন জরুরি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন