Friday, December 5, 2025

শাজাহানপুরে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার, সাথে দুই সন্তানের গলাকাটা মরদেহ


ফাইল ছবিঃ শাজাহানপুর থানা, বগুড়া। (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। বগুড়া

বগুড়ার শাজাহানপুরে এক নারীর ঝুলন্ত লাশ ও তার দুই সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার মাঝিড়া এলাকার খালিশাকান্দি গ্রামে এই ভয়াবহ ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহতরা হলেন ময়মনসিংহে কর্মরত সেনা সদস্য শাহাদত হোসেনের স্ত্রী ও দুই শিশু সন্তান। নিহতদের নাম- স্ত্রী সাদিয়া (২৩), কন্যা সন্তান ছাহিফা (৩) ও ছেলে সাঈদ (৭ মাস)।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, সকালে মা ও দুই শিশু ঘুম থেকে না ওঠায় ও ঘরের দরজা বন্ধ দেখে স্বজনরা ডাকাডাকি করেন। পরে দরজা খুলে মায়ের ঝুলন্ত মরদেহ ও বিছানায় দুই সন্তানের গলাকাটা লাশ দেখতে পান। ঘটনাস্থল থেকে পুলিশে খবর দেওয়া হলে দ্রুত পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

ওসি আরও জানান, সুরতহাল শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে তদন্ত চলছে যে, ওই গৃহবধূ দুই সন্তানকে হত্যা করে আত্মহত্যা করেছেন নাকি অন্য কোনো ঘটনা ঘটেছে। সব বিষয় তদন্ত শেষে স্পষ্ট হবে।

স্থানীয়রা জানায়, পরিবারটি শান্তশিষ্ট ছিল এবং এ ধরনের কোনো ঘটনা আগে ঘটেনি। পুলিশ এবং স্থানীয় প্রশাসন ঘটনার পেছনের কারণ উদঘাটনে তৎপর রয়েছে। 

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন