- ০৪ ডিসেম্বর, ২০২৫
স্টাফ রিপোর্ট: PNN
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ও নির্বিঘ্ন ভোটপ্রক্রিয়া নিশ্চিত করতে ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারির মাধ্যমে এই এসপিদের নির্বাচন সম্পন্ন হয়। শিগগিরই তাঁদের পদায়ন কার্যকর করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
লটারির সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) শেখ মো. সাজ্জাত আলী এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন প্রথম আলোকে জানান, পুলিশের ক্যাডারের ২৫, ২৭ ও ২৮তম ব্যাচের যোগ্য কর্মকর্তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে একটি তালিকা প্রস্তুত করা হয়। তালিকায় থাকা কর্মকর্তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে ৬৪ জনকে নির্বাচিত করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের একাধিক সূত্র জানিয়েছে, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনে যথাযথ পদায়ন নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার নির্দেশে লটারির মাধ্যমে জেলা ভিত্তিক পদায়ন চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে গত সপ্তাহে ৬ জেলায় নতুন নিয়োগের যোগদান স্থগিত রাখা হয়েছিল।
এসপি পদায়নের পরবর্তী ধাপে থানার ওসি নিয়োগও লটারির ভিত্তিতে করা হবে। সৎ, নিরপেক্ষ ও যোগ্য কর্মকর্তাদের তালিকা ইতিমধ্যেই সংশ্লিষ্ট ইউনিট প্রধানদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, “নির্বাচনকেন্দ্রিক পুলিশিং নিয়ে কোনো বিতর্ক এড়াতে লটারির পদ্ধতি নেওয়া হয়েছে। এতে মাঠ পর্যায়ে সৎ ও নিরপেক্ষ কর্মকর্তাদের নিয়োগ নিশ্চিত হবে।”