- ১৩ অক্টোবর, ২০২৫
২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ দেশের বিভিন্ন অঞ্চলের ৪০০ দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে শাহ্জালাল ইসলামী ব্যাংক। এসব শিক্ষার্থী বর্তমানে বিভিন্ন কলেজ ও মহাবিদ্যালয়ে অধ্যয়নরত। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ২০০ জন ছাত্র এবং ২০০ জন ছাত্রী রয়েছেন। মোট ২ কোটি ২০ লাখ টাকার এই বৃত্তি শিক্ষার্থীদের কোর্স সম্পন্ন করতে সহায়তা করবে।
বৃত্তি প্রদান অনুষ্ঠান গত বুধবার শাহ্জালাল ইসলামী ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ৫০ জন শিক্ষার্থী সরাসরি উপস্থিত থেকে বৃত্তির চেক গ্রহণ করেন, এবং বাকি ৩৫০ জন শিক্ষার্থীর বৃত্তির অর্থ নির্ধারিত সময়ে ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান এ কে আজাদ।
চেয়ারম্যান এ কে আজাদ বলেন, “সত্যিকারের মেধাবীরাই দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে। এই মেধাবীদের যথাযথ পরিচর্যা করা আমাদের দায়িত্ব। শাহ্জালাল ইসলামী ব্যাংক ২০০৬ সাল থেকে দেশের দরিদ্র মেধাবীদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।”
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ বলেন, “এই বৃত্তি শিক্ষার্থীদের আর্থিক সহায়তার পাশাপাশি তাঁদের অনুপ্রেরণা ও উৎসাহ বৃদ্ধি করবে। আমরা আশা করি তারা পড়াশোনায় মনোযোগী হয়ে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”
উল্লেখ্য, অনুষ্ঠানে ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা ও পরিচালকগণসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।