- ১৩ অক্টোবর, ২০২৫
ঢাকায় তিন দফা দাবিতে আন্দোলনরত প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁদের বাধা দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাহবাগ থেকে মিছিল বের হয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোড়ে পৌঁছালে পুলিশ ব্যারিকেড সৃষ্টি করে। এ সময় দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল এবং জলকামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জও করা হয়।
সংঘর্ষে কয়েকজন শিক্ষার্থী ও পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাইম মির্জা জানান, “মিছিলের সামনে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ বিকট শব্দের সঙ্গে কিছু একটা এসে আমার বাঁ পায়ে আঘাত করে।”
এর আগে সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন, ফলে শাহবাগসহ আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীদের দাবি—
১. ডিপ্লোমা প্রকৌশলীরা নামের আগে “প্রকৌশলী” শব্দটি ব্যবহার করতে পারবে না।
২. ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে ৯ম গ্রেডে উন্নীত করা যাবে না।
৩. ১০ম গ্রেডের চাকরিতে প্রবেশাধিকার শুধুমাত্র স্নাতক প্রকৌশলীদের জন্য সংরক্ষিত রাখতে হবে।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, “শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চলছিল এবং তাঁদের বলা হয়েছিল, শাহবাগে অবস্থান করতে। আধা ঘণ্টার মধ্যে সমাধানের পথ বের হবে। কিন্তু আলোচনা চলাকালীন হঠাৎ শিক্ষার্থীরা যমুনার দিকে রওনা দেন এবং ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। তখন তাঁদের ছত্রভঙ্গ করা হয়।”
তিনি আরও জানান, এ সময় পুলিশকে লক্ষ্য করে শিক্ষার্থীরা ইট-পাটকেল নিক্ষেপ করলে কয়েকজন পুলিশ সদস্যও আহত হন।