- ১৫ অক্টোবর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | রাজশাহী:
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রচার শেষ হয়েছে উৎসবমুখর পরিবেশে। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ১২টা পর্যন্ত চলে এই প্রচার। ক্যাম্পাসে ছিল সুষ্ঠু নির্বাচন এবং উচ্ছ্বাসের আমেজ। নির্বাচনী প্রচারের শেষ দিনটি ছিল বিশেষভাবে জমজমাট, যেখানে প্রার্থীরা তাঁদের সমর্থকদের নিয়ে ভোটারদের কাছে পৌঁছানোর জন্য প্রচারে অংশ নেন।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং ক্যাম্পাস ও আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম জানিয়েছেন, “প্রার্থী ও ভোটারদের মধ্যে যে উচ্ছ্বাস দেখা গেছে, তাতে আমরা আনন্দিত। আমরা এখন নির্বাচনের শুভক্ষণটির অপেক্ষায় রয়েছি।”
প্রচারের শেষ দিনে সারা ক্যাম্পাসে প্রার্থীদের ব্যস্ততা লক্ষ্য করা গেছে। সকাল থেকেই প্রার্থীরা ভোটারদের কাছে পৌঁছানোর জন্য প্রচারে নেমে পড়েন। বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে ছিল জমজমাট প্রচার। ছাত্রদল ও ছাত্রশিবির-সমর্থিত প্রার্থীরা একযোগে প্রচারে অংশ নেন, যেখানে বামপন্থী ছাত্রসংগঠনগুলোর সমর্থিত প্যানেলও নিজেদের প্রচার চালিয়েছিল।
প্রচারকালে কিছু প্রার্থী নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন। ছাত্রশিবির-সমর্থিত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ এবং ছাত্রদল-সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ অভিযোগ তুলেছে, তাঁদের প্রচারকাজে বাধা দেয়া হয়েছে এবং কিছু ক্ষেত্রে প্রার্থী ও সমর্থকদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। তবে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসব অভিযোগের প্রতি দ্রুত প্রতিকার করা হবে বলে জানানো হয়েছে।
নির্বাচন শুরুর আগে ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। মোট ২ হাজার পুলিশ সদস্য, ৬ প্লাটুন বিজিবি এবং ১২ প্লাটুন র্যাব নিয়োজিত থাকবে। নির্বাচনের দিন ক্যাম্পাসে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে এবং অন্যান্য বিধিনিষেধও আরোপ করা হয়েছে।
এ নির্বাচনে রাকসু পদে ২৪৭ জন প্রার্থী, সিনেট ছাত্রপ্রতিনিধি নির্বাচনে ৫৮ জন এবং হল সংসদ নির্বাচনে ৫৯৭ জন প্রার্থী রয়েছেন। মোট ভোটার সংখ্যা ২৮,৯০১ জন শিক্ষার্থী।
নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে উৎসবের আমেজ সৃষ্টি হলেও, নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য তারা দৃঢ় প্রতিজ্ঞ।