Wednesday, October 15, 2025

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে অনিশ্চয়তা, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতা


প্রতীকী ছবিঃজাতীয় ঐকমত্য কমিশন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | ঢাকা:

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতার কারণে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা। এই সনদ সই করার আগে বাস্তবায়নের পদ্ধতি নিয়ে কোনো ঐকমত্য না হওয়ায়, আগামী শুক্রবার সনদটি সই করার কথা থাকলেও তা এখন ঝুলে রয়েছে।

জাতীয় ঐকমত্য কমিশন আজ (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে ‘অতি জরুরি’ বৈঠক ডেকেছে। কমিশনের সদস্যরা ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে, তবে সনদ বাস্তবায়নের উপায় নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।

এ বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ৬টি সংস্কার কমিশনের ৮৪টি সংস্কার প্রস্তাব নিয়ে তৈরি হওয়া জুলাই জাতীয় সনদ এখনো সইয়ের জন্য প্রস্তুত। তবে এর বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতা রয়ে গেছে। দলগুলোর মধ্যে যেমন গণভোট করার বিষয়ে একমত হলেও, ভোটের দিন ও পদ্ধতি নিয়ে বিভিন্ন মত রয়েছে। কিছু দল সনদে সই করার আগে বাস্তবায়নের নিশ্চয়তা চায়, অন্যদিকে কিছু দল সনদে সই করার পরই বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আলোচনা করতে চায়।

এদিকে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের অবস্থান স্পষ্ট করে জানিয়েছে যে, তারা সংস্কার প্রক্রিয়া ‘সংবিধান আদেশ’ জারি না হলে সনদে সই করবে না। এনসিপি মনে করে, তারা আগে কিছু ছাড় দিয়েছে, তবে এবার তারা কোনো ছাড় দিতে রাজি নয়।

জামায়াতে ইসলামীও এই সনদে সই করবে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। দলটি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি এবং আজ সন্ধ্যায় তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। জামায়াতের একজন নীতিনির্ধারণী নেতা জানান, “আমরা সনদের চূড়ান্ত কপিটি পেয়েছি এবং যদি কোনো গরমিল থাকে তবে আমরা জানাব।”

বামপন্থী দলগুলোর মধ্যেও সনদে সই না করার আশঙ্কা রয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপি সনদে বাস্তবায়নের পদ্ধতি নিয়ে মতভিন্নতা প্রকাশ করায় সনদটির সই নিয়ে অস্থিরতা অব্যাহত রয়েছে।

গত ৩১ জুলাই থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ার শেষ পর্যায়ে সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলের মধ্যে আলোচনা চলছে। আগামী ১৬ অক্টোবর, বৃহস্পতিবার, বিকেল ৫টার দিকে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবে, যেখানে সনদে সই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা হবে।

এ বৈঠকটি বিটিভি নিউজে সরাসরি সম্প্রচার করা হবে এবং এতে সনদ বাস্তবায়নের উপায় নিয়ে নতুন আলোচনা হবে বলে জানা গেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন