- ১৩ অক্টোবর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | রাজশাহী
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সাবেক তিন সমন্বয়ককে সামনে রেখে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ নামে নতুন একটি প্যানেল গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। জুলাই গণ–অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সমন্বয়কদের ঐক্যকে এই প্যানেলের সবচেয়ে বড় শক্তি হিসেবে দেখা হচ্ছে।
আগামী ২৫ সেপ্টেম্বর রাকসুর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ২৩টি পদের মধ্যে এই প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৮ জন প্রার্থী। সহসভাপতি (ভিপি) পদে লড়বেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মেহেদী সজীব। সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হয়েছেন সালাউদ্দিন আম্মার এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আকিল বিন তালেব।
প্যানেলে চারজন নারী প্রার্থী থাকলেও সংখ্যালঘু শিক্ষার্থীদের কোনো প্রতিনিধি নেই। সহসমাজকল্যাণ সম্পাদক ও নির্বাহী সদস্য পদে দুজন নারী প্রার্থী মনোনয়ন পেয়েছেন।
প্যানেলের শীর্ষ প্রার্থীরা দাবি করেছেন, তাঁদের দলে কোনো ‘ডামি’ প্রার্থী নেই। তাঁরা কেবল আধিপত্যের রাজনীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের হয়ে কাজ করতে চান। তবে ক্যাম্পাসে গুঞ্জন উঠেছে, এই প্যানেল হয়তো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কিংবা ছাত্রশিবিরের ছায়ায় পরিচালিত হচ্ছে।
ভিপি প্রার্থী মেহেদী সজীব এ বিষয়ে বলেন, “জুলাইয়ের আগেও আমরা আন্দোলন করেছি, পরেও শিক্ষার্থীদের পাশে ছিলাম। যদি শিক্ষার্থীরা আমাদের দায়িত্ব দেন, আমরা আরও দৃঢ়ভাবে তাঁদের অধিকার আদায়ে কাজ করব।”
অন্যদিকে জিএস প্রার্থী সালাউদ্দিন আম্মার অভিযোগ নাকচ করে বলেন, “আমাদের সবাই জুলাই যোদ্ধা। এখানে যোগ্য প্রার্থীরাই আছেন। শিবির বা অন্য কোনো সংগঠনের ছায়া টিম বলাটা ভিত্তিহীন।”
সাবেক তিন সমন্বয়কের নেতৃত্ব, চার নারী প্রার্থীর অন্তর্ভুক্তি এবং বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতাদের অংশগ্রহণকে অনেকে এই প্যানেলের শক্তি হিসেবে দেখছেন। তবে শেষ পর্যন্ত শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে কোন প্যানেলকে বেছে নেবেন, সেটিই নির্ধারণ করবে রাকসুর ভবিষ্যৎ নেতৃত্ব।