Thursday, January 22, 2026

রাজস্ব ব্যবস্থায় সংস্কার: অর্থ মন্ত্রণালয়ের অধীনে দুটি নতুন প্রশাসনিক বিভাগ অনুমোদন


ফাইল ছবিঃ এনবিআর ভবন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

রাজস্ব আহরণ ব্যবস্থাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর করতে অর্থ মন্ত্রণালয়ের আওতায় দুটি পৃথক প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদন করেছে সরকার। নতুন এই বিভাগ দুটি হলো রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির সভায় এ সংক্রান্ত প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে, এই সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে ইতোমধ্যে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ–২০২৫’ জারি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, নতুন দুটি বিভাগে কী ধরনের কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে এবং জনবল কাঠামো কীভাবে সাজানো হবে সে বিষয়ে বিস্তারিত নির্দেশনা শিগগিরই প্রকাশ করা হবে।

এর আগে গত বছরের মে মাসে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পুনর্গঠন করে এই দুটি বিভাগ গঠনের সিদ্ধান্ত নেয় সরকার। মূল লক্ষ্য ছিল কর প্রশাসনকে আধুনিক ও দক্ষ করা, রাজস্ব আদায়ের পরিধি বাড়ানো এবং পুরো ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা।

নতুন কাঠামোয় রাজস্ব নীতি বিভাগ দায়িত্ব পালন করবে কর-সংক্রান্ত নীতি প্রণয়নের ক্ষেত্রে। এই বিভাগের কাজের মধ্যে থাকবে কর আইন প্রণয়ন, কর হার নির্ধারণ, আন্তর্জাতিক কর চুক্তি তত্ত্বাবধান, কর ফাঁকি রোধে নীতিমালা প্রণয়ন এবং কর ফাঁকির ঝুঁকি মূল্যায়ন।

অন্যদিকে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ মূলত নীতির বাস্তবায়ন পর্যায়ে কাজ করবে। এই বিভাগের দায়িত্বের মধ্যে থাকবে আয়কর, ভ্যাট ও শুল্ক আদায় ও প্রয়োগ, কর সংগ্রহ কার্যক্রম পরিচালনা এবং নিরীক্ষা কার্যক্রম তদারকি। এনবিআরের বিদ্যমান জনবল এই বিভাগে স্থানান্তর করা হবে বলে জানা গেছে।

সরকারি কর্মকর্তারা মনে করছেন, নীতি প্রণয়ন ও বাস্তবায়নের কাজ আলাদা বিভাগে বিভক্ত হলে রাজস্ব ব্যবস্থাপনায় গতি বাড়বে এবং দীর্ঘদিনের কাঠামোগত দুর্বলতা কাটিয়ে ওঠা সম্ভব হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন