- ১৩ অক্টোবর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | ঢাকা:
রাজশাহীর নওহাটা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই জ্যেষ্ঠ শিক্ষক দুর্ঘটনার শিকার হয়েছেন। এতে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শিব শংকর রায় নিহত এবং দর্শন বিভাগের অধ্যাপক ড. আসাদুজ্জামান গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৭টার দিকে রাজশাহী মহানগরীর উপকণ্ঠে নওহাটা জুট মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে মাছ ধরার উদ্দেশ্যে মোটরসাইকেলে করে দুই শিক্ষক বের হয়েছিলেন। পথে তাদের মোটরসাইকেলটি একটি বালু বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার পরই ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা অধ্যাপক শিব শংকর রায়কে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অধ্যাপক আসাদুজ্জামান বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।
অধ্যাপক ড. শিব শংকর রায় দীর্ঘদিন ধরে রাবির মার্কেটিং বিভাগে শিক্ষকতা করছিলেন এবং সহকর্মীদের মধ্যে তিনি ছিলেন একজন জনপ্রিয় শিক্ষাবিদ। তার অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেমে এসেছে শোকের ছায়া।
রাবির উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে লিখেছেন, “আজ সকালে সড়ক দুর্ঘটনায় আমরা হারালাম আমাদের প্রিয় সহকর্মী অধ্যাপক শিব শংকর রায়কে। দর্শন বিভাগের অধ্যাপক আসাদুজ্জামান গুরুতর আহত অবস্থায় রামেকে চিকিৎসাধীন আছেন। আমরা স্যারের আত্মার শান্তি কামনা করছি এবং আহত শিক্ষকের দ্রুত আরোগ্য প্রার্থনা করছি।”
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, “দুই শিক্ষক মোটরসাইকেলে করে নওগাঁর দিকে যাচ্ছিলেন। নওহাটা জুট মিলের সামনে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। ট্রাক চালক ও সহকারী পালিয়ে গেছে। তাদের ধরতে অভিযান চলছে।”
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা জানিয়েছেন, রাবি পরিবার একজন নিষ্ঠাবান ও সদালাপী শিক্ষকে হারালো। শিব শংকর রায়ের মৃত্যু রাজশাহীর শিক্ষা অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হয়ে থাকবে।