- ১৩ অক্টোবর, ২০২৫
রাজশাহীর বাঘা উপজেলায় দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলিসহ নয়ন হোসেন (১৬) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চকছাতারী এলাকার পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, রাজশাহী-ঈশ্বরদী মহাসড়কের চকছাতারী এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চলাকালে নয়নকে সনাক্ত করা হয়। সে বরফ জমানো মাছের ব্যাগ নিয়ে চারঘাটের দিকে যাচ্ছিল। ব্যাগে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন এবং আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়। নয়ন পালানোর চেষ্টা করলেও পরে তাকে আটক করা হয়।
বাঘা থানার ওসি আ.ফ.ম. আসাদুজ্জামান জানান, নয়নকে থানায় আনা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে। পুলিশ অস্ত্র-গুলির উৎস খুঁজতে কাজ করছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।