Monday, January 19, 2026

রাজশাহীর পুঠিয়ায় বালুবাহী ট্রাক উল্টে বাজারে ঢুকে নিহত ৫


ছবিঃ সড়ক দুর্ঘটনা (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। রাজশাহী

রাজশাহীর পুঠিয়া উপজেলায় বালু বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হাটের ভেতরে ঢুকে উল্টে গেলে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল আনুমানিক ৭টা ৪০ মিনিটে রাজশাহী থেকে নাটোরগামী একটি ট্রাক পুঠিয়ার ঝলমলিয়া এলাকায় সাপ্তাহিক কলার হাটের মধ্যে ঢুকে পড়ে। ট্রাকটি উল্টে গেলে ঘটনাস্থলেই কয়েকজন গুরুতর আহত হন। পরে তাদের মধ্যে পাঁচজনের মৃত্যু নিশ্চিত হয়।

পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন কাজী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কুয়াশার কারণে চালক ট্রাকের নিয়ন্ত্রণ হারান।

নিহতরা হলেন— নাটোর জেলার কাফুরিয়া ইউনিয়নের শাহীনের ছেলে সিয়াম (১৫), একই ইউনিয়নের আক্কেল প্রামানিকের ছেলে মুনকের (৩৫), বাগাতিপাড়া উপজেলার সালাইনগর গ্রামের ছইম উদ্দিনের ছেলে সেন্টু (৪০), চারঘাট উপজেলা সদরের আসকরপুর এলাকার মাহাতাব আলির ছেলে ইসলাম উদ্দিন (৬০) এবং পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের খুটিপাড়া গ্রামের জল্লিলের ছেলে রায়হান হোসেন (৪৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ঝলমলিয়া হাটের দিন হওয়ায় ভোর থেকেই কলা কেনাবেচার জন্য মানুষ জড়ো হয়েছিল। ঘন কুয়াশার মধ্যে দ্রুতগতির ট্রাকটি হঠাৎ হাটের ভেতরে ঢুকে পড়লে হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন  রয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন