Tuesday, October 14, 2025

রাজশাহীর কাদিরগঞ্জে কোচিং সেন্টারে যৌথ বাহিনীর অভিযান


ছবিঃ যৌথ বাহিনীর অভিযান (সংগৃহীত)

রাজশাহী নগরের কাদিরগঞ্জ এলাকার একটি কোচিং সেন্টারে শনিবার সকাল থেকে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। সকাল সাড়ে নয়টার দিকে ‘ডক্টর ইংলিশ’ নামে ওই কোচিং সেন্টার ঘিরে ফেলে সেনাসদস্যরা এবং প্রধান সড়ক বন্ধ করে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভবনটির মালিক শফিউল আলম (লাট্টু) রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহসভাপতি। তার ছেলে মুনতাসির আলম (অনিন্দ্য) কোচিং সেন্টারটি পরিচালনা করেন এবং তিনি রাজশাহী সিটির সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের আত্মীয়। মুনতাসির আলম অতীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হয়েছিলেন, যদিও পরে তিনি মামলাটি থেকে অব্যাহতি পান।

দুপুর পর্যন্ত অভিযানের বিষয়ে সেনাবাহিনী আনুষ্ঠানিক কোনো মন্তব্য জানায়নি। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজীউর রহমান বলেন, “সেনাবাহিনী ব্রিফিং করলে বিস্তারিত জানা যাবে। মামলা হওয়ার পর পুলিশও বিষয়টি নিয়ে কথা বলবে।”

ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, কাদিরগঞ্জের প্রধান সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সেনাসদস্যদের পাশাপাশি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থলে অবস্থান করছে। ‘ডক্টর ইংলিশ’ কোচিং সেন্টারের সামনে ক্রাইম সিনের ফিতা টানিয়ে একটি নির্দিষ্ট এলাকা ঘিরে রাখা হয়েছে, এবং অভিযান চলমান রয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন