- ১৩ অক্টোবর, ২০২৫
রাজশাহী নগরের সাহেববাজার জিরো পয়েন্ট এলাকার একটি হোটেল থেকে গতকাল শুক্রবার রাতে তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম (স্বপন)-কে একদল লোক বের করে পুলিশের হাতে তুলে দিয়েছে। রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রাত ১০টার দিকে বিএনপির নেতা-কর্মী পরিচয়ে কিছু লোক সাহেববাজার বড় মসজিদের পাশে অবস্থিত হোটেলটির সামনে অবস্থান নেয়। তারা অভিযোগ করে, মাইনুল ইসলাম হোটেলের ভেতরে আছেন। হোটেল কর্তৃপক্ষ প্রথমে অস্বীকার করলেও, সেখানে ভিড় বাড়তে থাকে। খবর পেয়ে মাইনুল ইসলামের মেয়ে ঘটনাস্থলে পৌঁছান। প্রায় রাত সাড়ে ১১টার দিকে ওই ব্যক্তিরা মাইনুল ইসলামকে হোটেল থেকে বের করে আনেন এবং পরে পুলিশ তাকে হেফাজতে নেয়।
রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী এ বিষয়ে বলেন, "শুনেছি রাতে একটি হোটেলে আওয়ামী লীগের কিছু লোক গোপনে বৈঠক করছিল। পরে জনতা তাদের ঘিরে ফেলে। সেখানে বিএনপির নেতা-কর্মীরা থাকতে পারেন। তবে কোনো জনরোষ (মব) তৈরি হয়নি। পুলিশ তাকে আটক করে নিয়ে গেছে। নেতা-কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে, কোনো ধরনের জনরোষ তৈরি করা যাবে না, আর রাজশাহীতে এমন কিছু হয়নি।"
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ প্রথম আলোকে জানান, হোটেলের সামনে লোকজনের জমায়েতের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। এরপর মাইনুল ইসলামকে আটক করে থানায় আনা হয়। তিনি নিশ্চিত করেন, তাকে কেউ মারধর করেনি। আজ শনিবার তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা একটি মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।