- ১৩ অক্টোবর, ২০২৫
রিপাবলিকান-নিয়ন্ত্রিত মার্কিন সিনেট গতকাল শুক্রবার (২৭ জুন) ডেমোক্রেটিক পার্টির উত্থাপিত একটি প্রস্তাব নাকচ করে দিয়েছে, যার লক্ষ্য ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে সামরিক অভিযান চালানোর ক্ষমতা সীমিত করা। এই সিদ্ধান্তটি আসে ট্রাম্পের এই ঘোষণার কয়েক ঘণ্টা পরেই যে তিনি ইরানে আবারও বোমা হামলার কথা বিবেচনা করছেন।
প্রস্তাবটিতে বলা হয়েছিল, ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো সামরিক পদক্ষেপ নিতে চাইলে প্রেসিডেন্টকে অবশ্যই কংগ্রেসের অনুমোদন নিতে হবে। তবে, ৫৩-৪৭ ভোটে প্রস্তাবটি বাতিল হয়ে যায়।
ভোটে রিপাবলিকান এবং ডেমোক্রেটিক পার্টির সদস্যদের দলীয় অবস্থান স্পষ্ট হলেও দুজন সিনেটর ব্যতিক্রমী ভূমিকা পালন করেন। পেনসিলভানিয়ার ডেমোক্র্যাট সিনেটর জন ফেটারম্যান রিপাবলিকানদের সঙ্গে প্রস্তাবের বিপক্ষে ভোট দেন। অন্যদিকে, কেনটাকির রিপাবলিকান সিনেটর র্যান্ড পল ডেমোক্র্যাটদের সঙ্গে প্রস্তাবের পক্ষে ভোট দেন।
এই প্রস্তাবের প্রধান উদ্যোক্তা সিনেটর টিম কেইন দীর্ঘদিন ধরেই রিপাবলিকান বা ডেমোক্র্যাট নির্বিশেষে যেকোনো প্রেসিডেন্টের যুদ্ধ ঘোষণার ক্ষমতা সীমিত করার পক্ষে কাজ করে আসছেন।