Tuesday, October 14, 2025

ব্রিজটাউন টেস্টে অস্ট্রেলিয়ার দাপুটে জয়: তিন দিনেই শেষ হলো ম্যাচ


ছবিঃঅস্ট্রেলিয়া টিম (ইন্টারনেট হতে সংগৃহীত)

ব্রিজটাউন টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ১৫৯ রানে হারিয়ে তিন দিনেই প্রথম টেস্ট জিতে নিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। দুই দলের প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতার পর থেকেই স্পষ্ট ছিল যে ম্যাচটি দ্রুত শেষ হতে চলেছে, এবং সেটাই সত্যি হলো।

অস্ট্রেলিয়ার দেওয়া ৩০১ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ মাত্র ১৪১ রানেই গুটিয়ে যায়। অস্ট্রেলিয়ার পক্ষে দুর্দান্ত বোলিং করেন জশ হ্যাজলউড, ৪৩ রানের বিনিময়ে তিনি একাই তুলে নেন ৫টি উইকেট। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন সামার জোসেফ, আর জাস্টিন গ্রিভস ৩৮ রানে অপরাজিত থাকেন। ওপেনার জন ক্যাম্পবেল ২৩ রান যোগ করেন।

মূলত দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার শক্তিশালী ব্যাটিংই তাদের জয়ের ভিত গড়ে দেয়। তিন ফিফটিতে ভর করে সফরকারীরা ৩১০ রান সংগ্রহ করে। অ্যালেক্স কেরি দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রান করেন, এছাড়া বিউ ওয়েবস্টার ৬৩ এবং ট্রাভিস হেড ৬১ রানের কার্যকর ইনিংস খেলেন।

এর আগে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ১৮০ রানে অলআউট হয়ে যায়, জবাবে ওয়েস্ট ইন্ডিজ ১৯০ রান করে ১০ রানের লিড নেয়। তবে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়ে অস্ট্রেলিয়া সেই ঘাটতি দারুণভাবে পুষিয়ে নেয়। প্রথম ইনিংসে ৫৯ রানের অর্ধশতক এবং দ্বিতীয় ইনিংসে ৬১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন ট্রাভিস হেড।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন