- ০৪ ডিসেম্বর, ২০২৫
PNN নিউজ ডেস্ক। রাজশাহী
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে কোটাভিত্তিক ভর্তি পরীক্ষার আবেদন ও শর্তাবলি প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিস্তারিত তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীরা যদি ভর্তি পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর (৪০) অর্জন করেন, তবে তাদের জাতিভিত্তিক প্রত্যয়নপত্রের সত্যায়িত ফটোকপি এবং অন্যান্য অ্যাকাডেমিক কাগজপত্রসহ নির্বাচনী কমিটির সাক্ষাৎকারের জন্য নির্ধারিত সময়সীমায় উপস্থিত হতে হবে।
এছাড়া, মুক্তিযোদ্ধার পুত্র বা কন্যা প্রার্থীদেরও ন্যূনতম পাস নম্বর (৪০) অর্জনের পর পিতামাতার মুক্তিযোদ্ধা সনদপত্রের সত্যায়িত ফটোকপি ও অন্যান্য প্রাসঙ্গিক কাগজপত্র সহ মুক্তিযোদ্ধা কোটার নির্বাচনী কমিটির সাক্ষাৎকারে উপস্থিত হতে হবে।
শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে, ন্যূনতম পাস নম্বর (৪০) অর্জনের পর প্রত্যয়নপত্র ও অন্যান্য অ্যাকাডেমিক কাগজপত্র নিয়ে শারীরিক প্রতিবন্ধী কোটার নির্বাচনী কমিটির সভায় হাজির হতে হবে।
খেলোয়াড় কোটায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে বলা হয়েছে, ভর্তি পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর (৪০) অর্জন করলে তারা বিগত দুই বছরের মধ্যে জাতীয় পর্যায়ের খেলায় অংশগ্রহণের প্রমাণসহ প্রয়োজনীয় কাগজপত্র খেলোয়াড় নির্বাচনী কমিটির সামনে উপস্থাপন করবেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, সব ধরনের কোটায় ন্যূনতম পাস নম্বর (৪০) শিথিলযোগ্য নয়। প্রার্থীদের আবেদনের সময় অবশ্যই অনলাইনে প্রদত্ত নিয়মাবলি ও নির্দেশনা অনুসরণ করে নির্দিষ্ট কোটায় আবেদন করতে হবে, অন্যথায় আবেদন গ্রহণযোগ্য হবে না।
এবারের ঘোষণা অনুযায়ী, কোটাভিত্তিক ভর্তি প্রার্থীদের জন্য নির্দিষ্ট সময়সীমা ও নির্দেশিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।