- ০৪ ডিসেম্বর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | রাজশাহী:
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপির প্রার্থী হিসেবে নজরুল ইসলাম মণ্ডলের মনোনয়ন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন দলটির স্থানীয় নেতা-কর্মীদের একটি অংশ। তাঁদের অভিযোগ, নজরুল ইসলাম ‘জনবিচ্ছিন্ন’ এবং তৃণমূল পর্যায়ে তাঁর গ্রহণযোগ্যতা নেই।
রোববার বিকেলে দুর্গাপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে স্থানীয় নেতারা তৃণমূলের জনপ্রিয়, ত্যাগী ও পরীক্ষিত কোনো নেতাকে মনোনয়ন দেওয়ার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু বকর সিদ্দিক, সাবেক উপজেলা সহসভাপতি ইশফাক খায়রুল হক এবং প্রয়াত নেতা নাদিম মোস্তফার পুত্র জুলফান নাঈম মোস্তফার সমর্থকেরা।
প্রেসক্লাবের ভেতরে ও বাইরে শতাধিক নেতা–কর্মী স্লোগান ও বিক্ষোভ করেন। তাঁরা দাবি জানান, দলের কঠিন সময়ের কর্মীদের মূল্যায়ন করতে হবে, নয়তো আসনটি হারানোর আশঙ্কা রয়েছে।
লিখিত বক্তব্যে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ বলেন, “১৯৯৬ সালে নাদিম মোস্তফা এই আসনে জয় এনে দিয়েছিলেন, যা বিএনপির শক্ত ঘাঁটিতে রূপ নেয়। কিন্তু নজরুল ইসলাম তখন দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হয়ে জামানত হারান।”
তিনি আরও বলেন, “যাঁরা দলীয় আন্দোলনে জেল খেটেছেন, ব্যবসা হারিয়েছেন, তাঁদের মধ্য থেকে প্রার্থী বেছে নেওয়া উচিত। আবু বকর সিদ্দিক, ইশফাক খায়রুল হক ও জুলফান নাঈমের মতো ত্যাগী নেতারা মাঠে কাজ করে গেছেন। তাঁদের কাউকে মনোনয়ন দিলে বিএনপি বিজয়ী হতে পারবে।”
অন্যদিকে, মনোনয়ন পাওয়া প্রার্থী নজরুল ইসলাম মণ্ডল এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “আমি দলের সিদ্ধান্তেই নির্বাচন করছি। অতীতে স্বতন্ত্র প্রার্থী হলেও পরে একাধিকবার দলীয় প্রার্থী হিসেবে লড়েছি। আমি মানুষের সঙ্গে আছি, দলও আমাকে বিশ্বাস করে মনোনয়ন দিয়েছে। স্থানীয়দের কিছু আবেগজনিত প্রতিক্রিয়া হয়তো রয়েছে, সময়ের সঙ্গে তা কেটে যাবে।”
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, তৃণমূলের মধ্যে বিরোধ দীর্ঘায়িত হলে বিএনপির জন্য এই আসনটি ধরে রাখা কঠিন হবে। এখন কেন্দ্রীয় নেতৃত্ব কী সিদ্ধান্ত নেয়, সেটিই দেখার বিষয়।