Friday, December 5, 2025

পূর্ব বিরোধকে কেন্দ্র করে চুয়াডাঙ্গায় যুবককে গলা কেটে হত্যা


ছবি: সোহেল (২৫) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় সোহেল (২৫) নামে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তাকে হত্যার পর মরদেহটি মাঠে ফেলে যায়। পরদিন সকালে স্থানীয়রা ধানখেতে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

নিহত সোহেল চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি গ্রামের বকচরপাড়ার বাসিন্দা আসাবুল হকের ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালবেলা মাঠে কাজ করতে যাওয়া কয়েকজন গ্রামবাসী সোহেলের গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি জানান, সোহেল শান্ত স্বভাবের মানুষ ছিলেন। তবে কিছুদিন আগে এলাকার তাহেরের ছেলে ফারুকের সঙ্গে একটি পেয়ারা গাছের ডাল ভাঙা নিয়ে তার ঝামেলা হয়েছিল। সেসময় দুজনের মধ্যে হাতাহাতিও হয়। স্থানীয়দের ধারণা, সেই শত্রুতার জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

নিহতের বাবা আসাবুল হক বলেন, “ফারুক আমার ছেলেকে হত্যার হুমকি দিয়েছিল। পরে আমার ছেলেকে গলা কেটে হত্যা করা হয়েছে। আমি নিশ্চিত এ ঘটনার সঙ্গে ফারুক জড়িত। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলেই সব পরিষ্কার হয়ে যাবে।”

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) জানান, খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। হত্যার কারণ এবং শনাক্তকরণসহ সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।

হত্যাকাণ্ডে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিবার ও এলাকাবাসী দোষীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন