- ২০ অক্টোবর, ২০২৫
রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলার একটি ভবনের সিঁড়ি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জুবায়েদ রহমানের (২৪) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে স্থানীয় বাসিন্দারা ভবনের সিঁড়িতে পড়ে থাকা মরদেহটি দেখতে পেয়ে বংশাল থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জুবায়েদকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তিনি নিয়মিত ওই বাসায় টিউশনি করতেন। ওসি বলেন, “ছুরিকাঘাতে জবি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাটি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি; এখনো হত্যার কারণ নিশ্চিত হওয়া যায়নি।”
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবু সাইদ মো. রিপন রউফ বলেন, “আমি কিছুক্ষণ আগে খবরটি জেনেছি। অত্যন্ত মর্মাহত—এই মুহূর্তে কিছু বলার মতো অবস্থায় নেই।”
ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সাংবাদিকদের বলেন, “বংশাল থানা পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে রয়েছে। আমিও সেখানে যাচ্ছি। প্রাথমিক তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।”
জবি শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন অভিযোগ করে বলেন, “আমাদের ভাই জুবায়েদকে পরিকল্পিতভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আমরা এর দ্রুত বিচার চাই।”
পুলিশ জানায়, ঘটনার পেছনের কারণ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের খুঁজে বের করতে তদন্ত চলছে। তবে হত্যার সঙ্গে কারা জড়িত বা কী কারণে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।