Tuesday, October 21, 2025

ধানমন্ডির একটি বাসা থেকেঢাকা স্ট্রিমের কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


ছবিঃ রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে অনলাইন সংবাদমাধ্যম ঢাকা স্ট্রিমে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কর্মরত স্বর্ণময়ী বিশ্বাসের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | ঢাকাঃ 

রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত তরুণীর নাম স্বর্ণময়ী বিশ্বাস (২৬)। তিনি অনলাইন সংবাদমাধ্যম ঢাকা স্ট্রিমে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কর্মরত ছিলেন। 

সম্প্রতি তিনি ঢাকা স্ট্রিমের বাংলা বিভাগ প্রধান আলতাফ শাহনেওয়াজের বিরুদ্ধে লিখিতভাবে যৌননিপীড়নের অভিযোগ করেছিলেন।

স্বর্ণময়ীর সহকর্মীদের অভিযোগ, অভিযুক্ত যৌননিপীড়ককে শাস্তি দেওয়ার পরিবর্তে সংবাদমাধ্যমটির প্রধান সম্পাদক ইফতেখার মাহমুদ তাকে পুনর্বহাল করেছেন, যা মেনে নিতে পারেননি স্বর্ণময়ী। উল্লেখ্য, আলতাফ শাহনেওয়াজ ও ইফতেখার মাহমুদ দুজনেই সম্প্রতি দৈনিক প্রথম আলো থেকে বেরিয়ে ঢাকা স্ট্রিমের দায়িত্ব গ্রহণ করেছেন।    

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা স্ট্রিমের এক সহকর্মী শনিবার রাতে নিশ্চিত করেছেন, স্বর্ণময়ী শনিবার সন্ধ্যার দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। যদিও ঢাকা স্ট্রিম এক শোকবার্তায় ‘বৃহস্পতিবার সন্ধ্যা’ উল্লেখ করেছে। স্বর্ণময়ীর হাতের রগও কাটা ছিল। তিনি শুক্রবারও ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলেও জানা গেছে।  

স্বর্ণময়ীকে ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। তবে এটি আত্মহত্যা নাকি হত্যা পুলিশের তদন্ত বিভাগ খতিয়ে দেখছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন