Tuesday, October 14, 2025

পটুয়াখালীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত, পাঁচ পুলিশ জখম


ছবিঃ পটুয়াখালীর সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের পালপাড়া বাজারে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ(সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | পটুয়াখালী:

পটুয়াখালীর সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের পালপাড়া বাজারে বুধবার রাতে বিএনপির দুই গ্রুপের মধ্যে বাজার ইজারা নিয়ে সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। এতে পাঁচ পুলিশ সদস্যও আহত হয়েছেন। গুরুতর আহত এক যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সংঘর্ষের মূল কারণ বাজার ইজারাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলা বিরোধ। মফুজুল ও সোহাগ মাঝির সমর্থকদের মধ্যে বাগযুদ্ধের এক পর্যায়ে সোহাগ মাঝির অনুসারীরা মফুজুলকে দা দিয়ে আক্রমণ করে গুরুতর জখম করে।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পুলিশের ওপরও হামলা চালায়। এতে এএসআই জহির, এসআই আবদুর রহমান, কনস্টেবল মহিবুল্লাহ, রানা ও সাইফুল ইসলাম আহত হন। আহত পুলিশ সদস্যদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ এবং সেনা ও র‍্যাব যৌথ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে। পটুয়াখালী সদর থানার ওসি ইমতিয়াজ আহম্মেদ জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন