- ১৩ অক্টোবর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | পটুয়াখালী:
পটুয়াখালীর ফতুল্লা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং কমপক্ষে ত্রিশজন আহত হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) সকাল ৯টার দিকে ঢাকা–কুয়াকাটা মহাসড়কে যাত্রীবাহী ধানসিঁড়ি পরিবহনের একটি বাস ও র্যাব-৮ এর কোস্টার গাড়ির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে র্যাব সদস্য এএসআই আব্দুল আলীম (৩৪), আফরোজা (২৮) নামে এক নারী এবং পিয়াস নামে এক শিশু রয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
র্যাব-৮ সূত্রে জানা যায়, সকালে প্রায় ৩০ জন যাত্রী নিয়ে কোস্টারটি কুয়াকাটা ভ্রমণের উদ্দেশ্যে রওনা দেয়। ফতুল্লা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ধানসিঁড়ি পরিবহনের বাসটির সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় কোস্টারটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন মারা যান।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহতদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে পটুয়াখালী সিএমএইচে স্থানান্তর করা হয়েছে।
র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার রাশেদ জানান, গুরুতর আহত ডিএডি ওমর বর্তমানে পটুয়াখালী সিএমএইচের আইসিইউতে চিকিৎসাধীন। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও উদ্ধার কাজ শেষ হওয়ার পর স্বাভাবিক হয়েছে যোগাযোগ ব্যবস্থা।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে এবং দুটি যানবাহন হেফাজতে নেওয়া হয়েছে।